দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):
শুক্রবার (২৩ জুলাই) গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আবু সাঈদ(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে জেলার ফুলবাড়িয়া উপজেলার কালীবাজাইল গ্রামের আব্দুল গণির ছেলে।
কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে আটক আবু সাঈদ জানান, নেত্রকোনার দুর্গাপুর থেকে বিক্রির জন্য ফেন্সিডিলগুলো আনা হয়েছিল। তার মোটরসাইকেলে পালিয়ে যাওয়া অপর ব্যক্তির নাম শিবলু (৩৫)। তার বাড়ি ময়মনসিংহ মহানগরের আকুয়া এলাকায়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, আটক আবু সাঈদকে উদ্ধারকৃত আলামতসহ মোবাইল কোর্ট আদেশে গৌরীপুর থানায় প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ।
গৌরীপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মাদক ব্যবসায়ী আটক ও ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।