দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুর কলতাপাড়া বাজারে এস কে এস প্রোডাক্টস নামে মুড়ির কারখানাকে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার ও নষ্ট চালের উপস্থিতি পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
জানা যায়, আরেকটি জুস কারখানায় ঘন চিনি, নন ফুড গ্রেড কালার ও ফ্লেবারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল পাওয়া যায়। আম ও লিচুর জুস তৈরি হচ্ছে, প্যাকেটে ম্যাংগো পাল্প ও লিচু ব্যবহার করা হচ্ছে বলা হলেও কোথাও আম বা লিচু পাওয়া যায়নি। এছাড়া কারখানার ঠিকানা ভুল দেওয়া আছে।
তাদের প্রোডাক্ট এর মোড়ক প্রাণ কোম্পানির ফ্রুটো এবং লিচির মত। এসময় কারখানার মালিকের সাথে যোগাযোগ করা যায়নি। সকল প্রোডাক্ট ২টি রুমে তালাবদ্ধ করে কারখানাটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় মেম্বার হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে মালিককে অফিসে যোগাযোগ করার নোটিশ দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
অভিযানের বিষয়টি গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।