দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর ) দুপুরে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রোকন উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার কমল রায়,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী কাজী মাহবুবা হক, মেকানিক শামছুল হক,আজিজুর রহমান, মাহমুদুল হাসান, শামীম আহমেদ, চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল মান্নান , নির্মল রবিদাস, বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
এটি উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কটি প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে এসে শেষ হয়। পরে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গৌরীপুর উপজেলার একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রোকন উদ্দিন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।