দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গৌরীপুর, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ২য় ব্যাচের ৩০ জন প্রকল্পভুক্ত খামারীদের একদিনব্যাপী Farmer's Training on " Dairy and Beef Cattle Deworming Awareness Campaigning Programme শীর্ষক প্রশিক্ষণ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি ও কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গৌরীপুর, ময়মনসিংহ এবং অত্যন্ত সাবলীলভাবে গবাদীপশুর কৃমি দমন ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এছাড়াও গবাদিপশুর কৃমি দমনে গোবর পরীক্ষা ও চিকিৎসা বিষয়ে আলোচনা করেন ডা. নাজনীন সুলতানা, ভেটেরিনারি সার্জন, গৌরীপুর। উক্ত প্রশিক্ষণে খামারীদের পিজি গ্রুপ ও তাদের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন ডা. মো. আসমাউল ইকবাল মৃদুল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, গৌরীপুর। এছাড়াও প্রশিক্ষণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এলএফএ গণ, উক্ত ইউনিয়নের এলএসপি ও অত্র অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।