দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অ'গ্নিকাণ্ডের ঘটনা দেখতে যাওযার পথে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সং'ঘর্ষে তিনজন নি'হত হয়েছেন। সেই সময় আ'হত হয়েছেন আরও ছয়জন। গৌরীপুরের সীমান্তবর্তী এলাকা ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের বেলতলী এলাকায় এই সড়ক দু'র্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলতলী গ্রামের শামছুল হক ফকির (৪৮), হুমায়ূন (২৫) ও রুবেল মিয়া (৩০)। এসময় আহত হয়েছেন- বাদশা মিয়া (২২), কালাচাঁন (২৭), সাইদুল মিয়া (৩৫) দুদু মিয়া (৪০), ইমন (২৬) ও জামাল (৪০)
বেলতলী গ্রামের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানান, ' অ'গ্নিকাণ্ডের খবরে ওই রাতে সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে এ গ্রামের কয়েকজন ঘটনাস্থলে যাচ্ছিলেন। তখন গৌরীপুরের সীমান্তবর্তী এলাকা ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে বেলতলী চরপাড়া এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সং'ঘর্ষ হয়।'
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, 'সড়ক দু'র্ঘটনার বিষয়টি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দেখছেন। তবে ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।