দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি,ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে দুই পরিবারের ঝ'গড়ার সময় ছাবেদ আলী (৭০) নামের এক বৃদ্ধ মৃ'ত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বালুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের বালুয়াপাড়া মহল্লায় মৃত ফজর আলীর পুত্র ছাবেদ আলী পরিবার নিয়ে বসবাস করেন। পাশেই পরিবার নিয়ে থাকেন তার ছোট ভাই আমজাদ আলী। বৃহস্পতিবার দুপুরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝ'গড়া হলে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। তর্কের এক পর্যায়ে ছাবেদ আলী উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, ছাবেদ আলী হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি স্ট্রোক করেছেন।
ছাবেদ আলীর মেয়ে রুবি বলেন, দুপুরে ঝ'গড়া হলে আমজাদ কাকার পরিবার অ'কথ্য ভাষায় গা'লাগালি করে। এক পর্যায়ে কাকার মেয়ে তাসলিমা বাবাকে লক্ষ করে ঝাড়ু ছুঁ'ড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আমজাদ আলীর মেয়ে তাসলিমা বলেন, দুপুরে ছাবেদ কাকার নাতনি বল খেলার সময় আমাদের ঘরে বারবার বল লাগছিল। খেলা বন্ধ করতে বললে কাকার পরিবার ঝ'গড়া শুরু করে ঝা'ড়ু নিক্ষেপ করে। আমরা সেই ঝাড়ু তার ঘরে সামনে ছুঁ'ড়ে ফেলি, কিন্তু সেটা কারো শরীরে পড়েনি।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।