শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা চত্বরের চায়ের দোকানদার আব্দুর রহমান ( ৫২) করোনার উপসর্গ নিয়ে গত রাত অনুমান ১১.৩০ ঘটিকায় মারা গেলে পরিবারের কাউকে তার পাশে পাওয়া গেলনা।
তিনি দীর্ঘদিন হতে ডায়াবেটিস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন।
ঈদের পর থেকে তার অসুস্থতা বেড়ে গেলে গতকাল ৫ জুন দুপুরে গোবিন্দগঞ্জের কোন এক ক্লিনিকের চিকিৎসক তাকে পরীক্ষা করে তার জ্বর ও গলাব্যথা দেখে বলেন টাইফয়েডের সমস্যা।
এরপর আব্দুর রহমান বাড়ি এসে গতরাতে মারা গেলে তার দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ পরিবারের সকলেই করোনার ভয়ে মৃত রহমানের কাছে যাওয়া বন্ধ করে দেয়।
রাতে বিষয়টি গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানতে পেরে মৃত রহমানের দাফন কার্যক্রমের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ বর্মণ, ও গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর সঙ্গে কথা বলে পদক্ষেপ নেন।
সেই অনুযায়ী আজ ৬ জুন সকাল ১০.৪৫ এ গোবিন্দগঞ্জ থানা পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, গোবিন্দগঞ্জ উপজেলা মসজিদের ইমাম মওলানা আরিফ বিল্লাহ, মোয়াজ্জেম মোঃ মোফাজ্জল হোসেন ও গ্রামবাসীর সহায়তায় মৃত রহমানের দাফন কাজ সম্পন্ন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পরিবারের সংশ্লিষ্ট সকলকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।