অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ উধাও হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। প্রবাসীর ভাই খাইরুল ইসলাম বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ও কাতার প্রবাসী সাত্তারুল ইসলাম (৩০) সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মফিজুল ইসলাম মেয়ে শিরিন খাতুনের (২৫)। দীর্ঘ সাত বছর সংসার করার পর শিরিন ২০১৯ সালের ২৪ ডিসেম্বর বাড়ি থেকে ১২ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণের অলংকার নিয়ে উধাও হন। তাকে না পেয়ে প্রবাসীর ভাই থানায় অভিযোগ দেন। এতে বলা হয়, উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের মুনসুর আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে শিরিনকে নিয়ে যায়।
গোদাগাড়ী মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং শিরিনসহ অভিযুক্তদের আটক করতে চেষ্টা চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।