অনলাইন ডেস্ক।।
গাজা উপত্যকার শেজাইয়ায় একটি বাড়িতে ইসরাইলি বিমান হা*মলায় শিশুসহ কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
গাজা শহরের পূর্ব উপকণ্ঠে একটি বহুতল আবাসিক ভবনে হা*মলায় আরও কয়েক ডজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে নিখোঁজ এবং ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন। হামলায় আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
তবে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, যদিও তার পরিচয় তারা প্রকাশ করেনি।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপত্যকার অন্যান্য অংশে পৃথক ইসরাইলি হামলায় আরও ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, ফলে বুধবার মৃতের সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত সপ্তাহে ইসরাইলি বাহিনী শেজাইয়া বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং ওই অঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে বলে দাবি করেছিল।
দুই মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ ইসরাইল গাজায় আবার বোমাবর্ষণ শুরু করে এবং অঞ্চলজুড়ে সেনা পাঠায়। এরপর থেকে গত তিন সপ্তাহে ইসরাইলি হামলায় প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পর থেকে যে যুদ্ধ শুরু হয়, তাতে এখন পর্যন্ত ৫০,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।