দাউদকান্দি প্রতিনিধি::
কুমিল্লার দাউদকান্দির উপজেলার উল্লাস মাল্টিমিডিয়া স্কুলে লাগানো ২৫/৩০টি সুপারি গাছ কে'টে দিয়েছে দু'র্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার জিংলাতলী ইউনিয়নের চরচারিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
করোনার কঠিন সময়ে দীর্ঘ তিন বছর তিল তিল করে গড়ে তোলা চার থেকে পাঁচ ফুট উচ্চতার গাছগুলো রাতের আঁধারে শ'ত্রুতা করে নিমিষেই সব গাছ কে'টে দিল একদল দুর্বৃত্ত।
প্রখর রোদ্রে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ছায়া ও সৌন্দর্য বৃদ্ধির জন্য এখন পর্যন্ত দুইবার পঁচিশ থেকে ত্রিশটি সুপারিগাছ লাগিয়েছেন স্কুল কর্তৃপক্ষ । এর আগে গাছ উপড়ে ফেললেও এবার গাছের সাথে গাছের সুরক্ষা দেওয়া বাঁশের বেড়াও উধাও করে দিয়েছে দু'র্বৃত্তরা।
স্কুলের পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, স্কুলের পূর্বপাশে বাড়ির ভিতরে এবং মসজিদের যাওয়ার জন্য রাস্তা আমরা নিজেদের জায়গা থেকেই দিয়েছি। আমরা এ ঘটনার সঠিক বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্কুলের অপর পরিচালক ইব্রাহিম বলেন, আমাদের সাথে কারো কোন শ'ত্রুতা নেই তবে প্রতিহিংসা বশতঃ অথবা রাস্তার জন্য কেউ হয়ত এমন শ'ত্রুতা করেছে আমাদের গাছের সাথে। শ'ত্রুতা থাকলে আমাদের সাথে কিন্তু গাছের কী দোষ ছিল?
এমন ন্যাক্কারজনক ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আহম্মেদ ইমন বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিরা যারাই হোক তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা থানায় লিখিত অভিযোগ জানাবো এবং এ ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।