ক্রাইম পেট্রোল ডেস্ক>> গাইবান্ধায় ‘মাদক’ মামলায় মল্লিকা বেগম নামে ১ নারীকে ‘আমৃত্যু’ কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আরেক আসামি আইয়ুব আলী মণ্ডলকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায়দানকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।দণ্ডাদেশেপ্রাপ্ত মল্লিকা বেগম গোবিন্দগঞ্জ পৌরসভার সাহাপাড়া খলসি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ১৪ জানুয়ারি ১০০ গ্রাম হেরোইন ও ৩৮৩ পিস ‘ইয়াবাসহ’ মল্লিকা বেগমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ মল্লিকা বেগম ও আইয়ুব আলী মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আদালত এই মামলার ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।