অনলাইন ডেস্ক : চুরি,ছিনতাই, সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা'র নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সার্বক্ষণিক অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। ৪ জানুয়ারি ২০২০ শনিবার ৫ টার দিকে সাব ইন্সপেক্টর মোঃসফিউল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশবাড়ির মাঠের হাটে ১।সাকিল আহম্মেদ (৩০)পি্ং মফিজল হক সাং শাপলামিল থানা জেলা গাইবান্ধাকে চোরাইমটর সাইকেল RTR এ্যাপাচি ১৬০ সিসিসহ আটক করে।পরে তার সূত্রধরে আসামি ২।মোঃ শাহাদৎ হোসেন মানিক, (৩৫) পিতা মৃত- তাজুল ইসলাম, সাং- উত্তর গৃরিধারী, ৩।মোঃমানিক মিয়া (২০), পিতা- মোঃ মঞ্জু মিয়া, উত্তর গৃরিধারী ৪।মোঃ আল - আমিন (২৩) পিতা- মোঃ হায়দার আলী সাং-উত্তর গৃরিধারী (পরার ভিটা), ৫। শ্রী লিমন রায়(২০), পিতা- শ্রী নির্মেলেন্দু বর্মন, সাং- পশ্চিম বার বলদিয়া, ৬। মোঃ আপেল মাহমুদ (২৯), পিতা- সুলেমান সরকার, সাং- উত্তর গৃরিধারী, সকলের থানা ও জেলা গাইবান্ধাদের আটক ও মোবাইল সেট উদ্ধার করে। গত ২৫ ডিসেম্বর দিবাগত রাত্রিতে বাদী আঃ সামাদ মিয়া সাং গৃধারিপুরের বাড়িতে সিঁদ কেটে ২টি মোবাইল ও মোটরসাইকেলটি চুরি করে।বাদীর অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার মামলা নং ৬, তাং ৪।১।২০২০ ইং ধারা ৪৫৭/৩৮০ পেনালকোড রুজূ হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।