শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ী ও সাঘাটা উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপদসীমার ১৫ সেঃ মিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ।
গতকাল বিকালে এ জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, হরিপুর, শ্রীপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় ঘুরে দেখা গেছে, ভারতের উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দিন দিন বৃদ্ধি পেয়ে বন্যায় পরিনত হয়েছে ।
প্রচন্ড পানির চাপে বর্তমানে গাইবান্ধা জেলার তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
ইতোমধ্যেই সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে ।
এমনকি ওই সকল এলাকার মানুষ গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ওই সকল গবাদিপশুর খাদ্য নিয়ে চরম বিপাকে চরাঞ্চলের মানুষ ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।