ক্রাইম পেট্রোল ডেস্ক>> গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মাসুদ রানাকে (৪৬) আটক করা হয়। শনিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের খানকা শরীফ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসান আলী শহরের থানা পাড়ার মৃত হযরত আলীর ছেলে। হাসান আলী শহরে আফজাল সুজ নামে জুতা- স্যান্ডেলের ব্যবসা করতেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের খবরে শহরের খানকা শরীফ এলাকার বাসিন্দা মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এসময় বাড়ি মালিককে জিজ্ঞাসাবাদেরর জন্য আটক করা হয়। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, স্থানীয়রা জানান মাসুদ রানা সুদে টাকা লেনদেন করতেন। হাসান আলীর কাছে তার সুদের টাকা পাওনা ছিল। ওই টাকা আদায়ের জন্য হাসানকে নিজ বাড়িতে আটকে রেখেছিলেন মাসুদ রানা। টাকা পরিশোধ করতে না পেরে হাসান আলী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি তাদের।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।