শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের উপর অতর্কিত হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে গত কাল মঙ্গলবার সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে ২০০/৩০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েন। এর আগেও জমিতে জমে থাকা পানিতে পড়ে ১ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা চালু করেন। ওই স্থানের পার্শ্বে অবস্থিত ধলু মিয়ার চায়ের দোকানে চা খাওয়ার জন্য বসার প্রাক্কালে ওই মহল্লার নাছিম আলী (৬৫) ও তার ২ ছেলে আমিনুল ইসলাম (৩২), আনিছুর রহমান (৩০) ও তার স্ত্রী মিলে মেয়র আব্দুল্লাহর উপর অতর্কিত হামলা চালান । বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ঘটনা স্থল থেকে মেয়রকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন । এই ঘটনায় মেয়র নিজেই বাদী হয়ে এজাহার নামীয় ৪ জন ও অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে ১৪৩/৩৪১/৪৪১/৩২৩/৩০৭/৩৭৯/৩৮৫/৩৮৭/৩৩২/৩৫৩/৪২৭/১১৪/৩৪ দ:বি: ধারায় মামলা দায়ের করেন, যাহার মামলা নং-২৫/২০২০, তাং- ১৫/০৭/২০২০ ।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে । বাকীদেরকেও গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।