মো. আানিছুল করিম, বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা >>
বৃহস্পতিবার সকালে (১৯ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্বেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৯ সালের আগস্ট মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র রেঞ্জের গত আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
এছাড়াও উক্ত সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সালের আগস্ট মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ও বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমরান কবির রুবেল দ্বয়কে রংপুর রেঞ্জের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচায্য বিশেষ পুরষ্কার তুলে দেন। এ সময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিশেষ অভিযানে সিরাজগঞ্জ থাকায় তার পক্ষে গাইবান্ধা
জেলার নবাগত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম পুরষ্কার গ্রহণ করেন।অনুষ্ঠানে রেঞ্জের ৮ জেলার সকল পুলিশ সুপার সহ অন্যান উর্ধতন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।