মো. আানিছুল করিম, বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা >>
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান চলতি বছরের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। গত ২৫ জুলাই নির্বাচনের দিন ধার্য করে তফশীল ঘোষিত হলেও বন্যার কারণে স্থগিত হওয়ার পর গতকাল ১৬ সেপ্টেম্বর এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।
মহিমাগঞ্জ ইউনিয়নে ১৪ হাজার ৪৭৯ জন পুরুষ এবং ১৪ হাজার ৮৮৮ জন নারীসহ মোট ২৯ হাজার ৩৬৭ জন ভোটার । সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইউনিয়নের দশটি কেন্দ্রের ৯০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এতে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল আমিন শিমুল (মোটরসাইকেল) পাঁচ হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম প্রধান (চশমা) পেয়েছেন চার হাজার ৭৩১ ভোট। এছাড়া গোলাম কাদির মিঠু (আনারস) পেয়েছেন চার হাজার ৪৭৯ ভোট, মুন্সী রেজওয়ানুর রহমান (নৌকা) পেয়েছেন চার হাজার ৪৪১ ভোট এবং সাখাওয়াত হোসেন সোহেল (ঘোড়া) পেয়েছেন চারশ’ ৮১ ভোট।
সকাল থেকে দুপুর পর্যন্ত টিপটিপ বৃষ্টি উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে স্বত:স্ফুর্তভাবে ভোট প্রদান করেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট
গ্রহণের জন্য প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। নির্বাচন চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া এক প্লাটুন বিজিবি ও র্যাবের তিনটি দল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।