শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ শনিবার এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পৌর আ’লীগ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। দলীয় কার্যালয়ে পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার (লেবু), পৌর মেয়র আব্দুল্লাহ আল- মামুন, উপজেলা আ’লীগ যুগ্ন আহবায়ক সৈয়দ খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, ,খয়বর হোসেন মওলা প্রমুখ। আলোচনার পূর্বে নেতাকর্মীরা র্যালিসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ ডিগ্রি সরকারি কলেজের হলরুমে অধ্যক্ষ একেএমএ হাবিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হান্নান সরকার,সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম,শিক্ষার্থী অর্পিতা বসুনিয়া পূজা,আপেল আহম্মেদ প্রমুখ। আলোচনার পূর্বে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ শিক্ষার্থীদের মাঝে সম্প্রচার করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।