
ক্রাইম পেট্রোল ডেস্ক : গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।গতকাল বুধবার সুন্দরগঞ্জ থানাধীন ৮ নং ধোপাডাঙ্গা ইউপির ৩নং ওয়ার্ডের কিশামত হলদিয়া গ্রাম অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোঃ রাজা মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। সে সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া পশ্চিমপাড়ার মৃত দোয়ারার ফরজন আলী ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে “জিরো” টলারেন্স নীতিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে গতকাল ১৬ অক্টোবর বুধবার সাব ইন্সপেক্টর মোঃ শফিউল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ডিবির একটি টিম গাইবান্ধা সুন্দরগঞ্জ থানাধীন ৮ নং ধোপাডাঙ্গা ইউপির ৩নং ওয়ার্ডের কিশামত হলদিয়া গ্রামের হামেদ আলীর ছেলে জনৈক মোঃ মুকুল মিয়া (৩৫) এর কিশামত হলদিয়া পশ্চিমপাড়া দোয়ারা এর জমির উত্তর পার্শ্বে নতুন বাজার থেকে নলডাঙ্গা যাওয়ার পাকা রাস্তার ওপর হতে আসামি মোঃ রাজা মিয়া (২৫) কে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে।
ওসি ডিবি মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।