দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মা শনিবার দুপুরে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত রতন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ আগস্ট) সকালে উপজেলার উথুরী গ্রামের প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে মেয়েটি বাড়ির পাশের উথুরী শিববাড়ী বাজার সংলগ্ন রতন মিয়ার দোকানে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর প্রতিবন্ধী বাড়িতে ফিরে ইশারায় ধর্ষণের বিষয়টি জানায়।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, অভিযোগ দায়ের পর পরেই আসামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার রুজু হয়েছে। রোববার কিশোরীকে স্বাস্থ্য ও জবানন্দির জন্য ময়মনসিংহে পাঠানো হয়। আটক অভিযুক্তকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।