মোহাম্মদ সা'-আদাত উল করীম,বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মোতালেব (৪২) নামের পাঁচ ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন।
১৮ অক্টোবর শুক্রবার গভীর রাতে গফরগাঁও-রসুলপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব গফরগাঁও উপজেলার রসুলপুরের ছয়ানী গ্রামের কেতু শেখ ওরফে আব্দুল গফুরের ছেলে।
ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ সংবাদ মাধ্যমকে বলেন, রাতে গফরগাঁও-রসুলপুর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল- গোপনসূত্রে এমন খবর পেয়ে ডিবি পুলিশের দু’টি দল অভিযান চালায় সেখানে। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আহত মোতালেবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের এস আই (নি.) আক্রাম হোসেন আহত হন। সূত্র আরো জানায়, ঘটনার স্হান থেকে পুলিশ ১টি পাইপগান, ১০টি শর্ট গানের কার্তুজ ও ২০টি শর্ট গানের কার্তুজের খোসা উদ্ধার করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।