ডেস্ক রিপোর্ট :
আসন্ন ইদ উপলক্ষে বাড়ি যেতে শুরু করেছে মানুষ। এবার প্রথম দুদিন ১৮ ও ১৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছেন ২৯ লাখ ৯২৩ সিম ব্যবহারকারী। আর ঢাকায় এসেছেন ১৩ লাখ ৩০৫ জন।
আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রীর দেওয়া তথ্য মতে, ১৮ ও ১৯ এপ্রিল এই দুদিনে ঢাকা থেকে বাইরে গেছে ২৯ লাখ ৯২৩টি সিম। আর ঢাকায় এসেছে ১৩ লাখ ৩০৫টি সিম। ঢাকা ছাড়া সিমগুলোর মধ্যে গ্রামীণফোনের রয়েছে নয় লাখ ১৪ হাজার ১৭৩টি, রবির সাত লাখ ১৯ হাজার ২৩৯টি, বাংলালিংকের ১২ লাখ ৩১ হাজার ৭৬৯টি এবং টেলিটকের ৩৫ হাজার ৭৫০।
শবেকদরের ছুটি ১৯ এপ্রিলের পর ২০ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ায় সরকারি চাকরিজীবীরা ১৮ এপ্রিল ঢাকা ছাড়তে শুরু করেন। ইদ যাত্রার দ্বিতীয় ও তৃতীয় দিন এ সংখ্যা আরো বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।