মোঃ সাইফুল্লাহ খাঁন,জেলা প্রতিনিধি,রংপুর :
বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম- আহবায়ক আবেদ রাজা'র সভাপতিত্বে ফোরামের সদস্য সংগ্রহ অভিযানে গতকাল মঙ্গলবার(৫নভেম্বর) দুপুর সারে ১২টায় রংপুর আইনজীবী সমিতির কার্যালয়ে এ দাবি তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াসুদ্দিন, মুশফিকুর রহিম তুহিন,আব্দুল ওহাব সজিব,ব্যারিষ্টার রাজিব প্রধান, মাজেদুল ইসলাম পাটোয়ারি, জিল্লুর রহমান, রংপুর ইউনিটের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদ ইকবালসহ ফোরামের বিভিন্ন জেলার ইউনিটসমুহের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক নানাবিধ বৈষম্য নিয়ে আলোচনা করার পাশাপাশি মিথ্যা মামলা, দুর্নীতি, জুলুম-নির্যাতন, ও পক্ষপাতিত্বের রাজনীতি থেকে বেরিয়ে এসে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনায় অবদান রাখার জন্য রাজনৈতিক মহলগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
সুপ্রীম কোর্টের এই সিনিয়র আইনজীবী আবেদ রাজা সাদেক হোসেন খোকা সম্পর্কে বলেন, তার মৃত্যুতে জাতির অপুরণীয় ক্ষতি হয়েছে, জাতি হারিয়েছে শ্রেষ্ঠ সন্তান, তিনি গনতন্ত্রের পথে বিএনপির সাথে থেকে দেশের জন্য নিঃস্বার্থ অবদান রেখে গেছেন। এছাড়াও স্বাধীনতাযুদ্ধের একজন নির্ভীক সৈনিক ছিলেন। আজ বিএনপিসহ পুরো দেশবাসী শোকাহত। তার মরদেহকে শেষ বিদায় জানাতে প্যারোলে হলেও বেগম জিয়ার মুক্তির দাবি করেন তিনি ।
তিনি নেতা-কর্মীরদের উদ্দেশে বলেন, এখন প্রতিহিংসার রাজনীতি বিদ্যমান। তবে বেগম জিয়ার মুক্তি গণআন্দোলনের অপেক্ষায়। তাই দেশের স্বাধীনতাকামী মানুষকে সাথে নিয়ে সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।