রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চৈতী সিকদার নামের এক এস.এস.সি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্হ হয়ে মৃত্যুবরণ করেছে।
জানা গেছে, চৈতী সিকদার কুষ্টিয়া খোকসার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামস্থ মামার বাড়ীতে থেকে এস. এস.সি পরীক্ষা দিচ্ছিল।সে শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এস. এস.সি পরীক্ষার্থী। শনিবার চৈতী প্রথম পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্হ হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্হার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে কর্মরত চিকিৎসক। পরে এ্যাম্বুলেন্সে করে আত্নীয়- স্বজনরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চৈতীর শারীরিক অবস্হার অবনতি হলে নিকটস্থ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে দ্রুত আনা হলে কর্তব্যরত ডাক্তার চৈতীকে মৃত ঘোষণা করে।
নিহত চৈতী সিকদার ফরিদপুর জেলার মধুখালী যান নগর গ্রামের প্রাণ সিকদারের মেয়ে। চৈতী সিকদার (১৫) অসুস্থতার কারণে শনিবার সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করে। ফলে ২য় দিনের পরীক্ষা দেওয়া হলো না এই এস.এস.সি পরীক্ষার্থীর।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।