রফিকুল ইসলাম : কুষ্টিয়ার খোকসার গনেশপুর গ্রামের সুমন মোল্লা নামের এক এসএসসি পরীক্ষার্থী চতুর্থ দিনের পরীক্ষা দিতে গিয়ে আর বাসায় ফেরেনি। মঙ্গলবার পরীক্ষা দিয়ে না ফেরার কারণে বুধবার খোকশা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সুমনের পিতা সমির মোল্লা।
জানা যায়, কুষ্টিয়ার খোকসা উপজেলার গনেশপুর গ্রামের সমির মোল্লা ও জামেনা বেগম দম্পতির ছেলে সুমন মোল্লা রমনাথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল । পরীক্ষার রুটিন মাফিক গতকাল পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরীক্ষা শেষ হলে বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে আজ বুধবার খোকসা থানায় সাধারণ ডায়েরি করার জন্য লিখিত অভিযোগ দিয়েছেন নিখোঁজ সুমন মোল্লার পিতা সমির মোল্লা।
নিখোঁজ পরীক্ষার্থীর সিঙ্গাপুর প্রবাসী বড় ভাই সোহেল মোল্লা ফোনে জানান, তাদের পরিবারগত কিংবা সুমন মোল্লারও কোন শত্রু ছিল না। কে বা কাহারা তাকে অপহরণ করতে পারে তা তাদের জানা নাই।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত এ.বি.এম মেহেদী হাসান বলেন, নিখোঁজ পরীক্ষার্থীর পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।