রফিকুল ইসলাম : সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে কুষ্টিয়ার খোকশা উপজেলার পুরাতন জানিপুর বাজারে অবস্থিত গুড় উৎপাদনের কারখানা 'আলমাস দোজালি'তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারা, অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন ও পরিবেশন করা এবং খাদ্যে ভেজাল মিশ্রিত করে পণ্য উৎপাদন করার দায়ে আলমাস দোজালি'র প্রোপ্রাইটর মোছা: রোজিনা খাতুনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
খোকসা থানার এস.আই শাহ আলী'র অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২/৪৩/৪৫/৫২/৫৩ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযুক্ত আলমাস দোজালির মালিক মোছা: রোজিনা তাৎক্ষণিক টাকা পরিশোধ করে দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানার টাকা নিয়ে তার কারাদণ্ড মওকুফ করেন। আগামী এক সপ্তাহের মধ্যে গুড় উৎপাদনের (দোজালির) সকল কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী অফিসে দেখা করার জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন ।
খোকশা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।