ক্রাইম পেট্রোল ডেস্ক>>
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক পুলিশের সোর্স হ-ত্যা মামলা এবং পুলিশ আক্রান্ত মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার,মোঃশাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ০৬/১২/২০২১ খ্রিঃ তারিখ রাত্র খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা হতে লবণচরা থানার মামলা নং-০৯, তারিখ-১৩/০১/২০২১ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০২/৩৪ পেনাল কোড এবং মামলা নং-১০, তারিখ-১৩/০১/২০২১ খ্রিঃ, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় প্রধান আসামী ০১) দুলাল তালুকদার (২৮), পিতা-মোঃ ফারুক তালুকদার, সাং-উত্তর আমড়াগাছি, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-মুজাহিদপাড়া ৩য় গলি মোল্লাপাড়া, থানা-লবণচরা, জেলা-খুলনা কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ০৭/১২/২১ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য যে, আসামী দুলাল তালুকদার (২৮) এর বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, চুরি এবং ছিনতাই সংক্রান্তে মাদারীপুর ও খুলনা মেট্রোপলিটন এলাকায় সর্বমোট ০৭ (সাত) টি মামলা রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।