ক্রাইম পেট্রোল ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়ন ও সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে একই কর্মস্থলে দুই বছরের অধিক সময় কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ জেলা প্রশাসক, খুলনার সম্মেলন কক্ষে এ লটারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উদ্ভাবনী চিন্তনপ্রসূত এ উদ্যোগ বাস্তবায়নে রাজস্ব প্রশাসনে কর্মরত উল্লিখিত কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে নির্ধারিত সময়ে অনুষ্ঠানের মাধ্যমে নিজেরাই নিজেদের কর্মস্থল লিখিত টোকেন উত্তোলনের মাধ্যমে এ লটারি কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন, সহকারী কমিশনারবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।