ক্রাইম পেট্রোল ডেস্ক>>
খুলনায় শিল্প সংক্রান্ত মামলা’র চুরির আসামী গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার, ইণ্ডাস্ট্রিয়াল পুলিশ- ৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ‘প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিঃ’ হতে ইট চু'রির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার মোবাইল টিম ঘটনাস্থলে যান। বাদীর শনাক্তমতে তাৎক্ষণিক অভিযানের ভিত্তিতে মিল হতে ইট চু'রির ঘটনায় জড়িত ধৃত দুই জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম ঠিকানা প্রকাশ করা হলো না। উদ্ধারকৃত মালামাল, তিন চাকার ভ্যানসহ পুরাতন সিমেন্ট বালু মাখানো ১১৭(একশত সতের) পিস ইট, যার মূল্য আনুমানিক ১১৭০/-(এক হাজার একশত সত্তর) টাকা। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মিলের এসিও (প্রশাসন) মোঃ মোস্তফা কামাল (৪০) ধৃত দুইজনসহ থানায় হাজির হয়ে খালিশপুর থানায় এজাহারনামীয় ০৬ (ছয়) জন যথাক্রমে ১। অপ্রাপ্ত বয়স্ক, ২। অপ্রাপ্ত বয়স্ক, ৩। মোঃ জলিল (৫২), পিতা মৃত- সাদ্দেম হাওলাদার, স্থায়ী: গ্রাম- কাকচিড়া, উপজেলা/থানা- পাথরঘাটা, জেলা -বরগুনা, বাংলাদেশ:বর্তমান: (নিউজপ্রিন্ট গেট) , উপজেলা/থানা- খালিশপুর, জেলা -খুলনা, বাংলাদেশ , ৪। অপ্রাপ্ত বয়স্ক, ৫। অপ্রাপ্ত বয়স্ক, ৬। মোঃ জিহাদ(১৮), পিতা-জিয়াউল খান ,স্থায়ী: (১ নং প্লাটিনাম গেইট) , উপজেলা/থানা- খালিশপুর, জেলা -খুলনা, বাংলাদেশদের কে আসামী করে একটি চু'রির মামলা দায়ের করেন যা খালিশপুর থানার মামলা নম্বর ০৫/২৬৫, তারিখ-০৫/১১/২০২২ খ্রিঃ, ধারা-৪৪৭/৩৭৯, পেনাল কোড-১৮৬০। আই.পি-৬, খুলনা ইউনিটের আওতাধীন শিল্পএলাকার শিল্প সংক্রান্ত সকল মামলা তদন্ত করে থাকেন। এর’ই ধারাবাহিকতায় পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে ইনচার্জ সাবজোন-০১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ বিশ্বাস জুয়েল এর উপর উক্ত মামলার তদন্তভার অর্পণ করেন। উক্ত মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।