ক্রাইম পেট্রোল ডেস্ক।।
সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)-এর আয়োজনে খুলনায় ‘ডিজিটাল মাধ্যমে নারী ও তরুণীদের প্রতি সহিংসতা, ঝুঁকি, সুরক্ষা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনার সিএসএস আভা সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, শিক্ষার্থী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মাধ্যমে তরুণীদের ঝুঁকি মোকাবিলা ও নিরাপত্তা সংকট নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, সমাজকল্যাণমূলক সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
সভায় অনলাইনে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার নামিয়া আক্তার। সভার শুরুতে তিনি তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর সৈয়দ কামরুল হাসান ও সংস্থার কর্মকর্তারা।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা ও ঝুঁকি সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করেন। অনেকেই মনে করেন, সামাজিক ও ডিজিটাল মাধ্যমে যৌন হ*য়রানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষকরে ছোট ভিডিও প্ল্যাটফর্মের কারণে সংসার ভাঙার মতো ঘটনাও ঘটছে। অধিকাংশ নারীই সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার জানেন না এবং ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে তাদের সচেতনতা কম।
তারা মনে করেন, ডিজিটাল ট্রেনিংয়ের মাধ্যমে নারীদের সচেতন করা জরুরি যাতে তারা সঠিকভাবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। একই সঙ্গে, একাধিক ফেক আইডি ব্যবহারের মাধ্যমে প্র*তারণার ঘটনাও বাড়ছে যা নারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের মধ্যে মোবাইল ব্যবহারের ফলে সামাজিক বিচ্ছিন্নতা ও বাল্যবিবাহের প্রবণতা বাড়ছে যা দেশের ভবিষ্যতের জন্য হু*মকিস্বরূপ। অনলাইনে প্র*তারণা, ক্ষমতার অ*পব্যবহার এবং বিচারধারার সংকীর্ণতাও নারীদের হ*য়রানির বড় কারণ হিসেবে উঠে আসে আলোচনায়।
অনেকেই মনে করেন, আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অভাব দেখা যাচ্ছে যা শুধু নারীদের নয়, পুরুষদেরও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। সভায় নারীদের জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তার পাশাপাশি তাদের অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য সচেতন হওয়ার ওপর জোর দেওয়া হয়।
আগামী এক বছর 'সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্ট' কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এই প্রকল্প নিয়ে কাজ করবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।