চকরিয়া প্রতিনিধি : চকরিয়া উপজেলা খুটাখালী বাজারের ১৭ বিশিষ্ট পরিচালনা কমিটির অনুমোদন দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।অনুমোদিত এ কমিটির সভাপতি হিসেবে জয়নাল আবেদীন (সাবেক মেম্বার) ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মিটুকে মনোনীত করা হয়েছে।
গত রবিবার(২৬ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত স্মরক নং-২০২১-৮১৩ মূলে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন মতে,খুটাখালী বাজার পরিচালনা কমিটির মেয়াদকাল তিন বছর।তবে ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে বাজারের উন্নয়ন, যানজট নিরসন, শান্তি–শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও ব্যবসায়ীদের ভোটার তালিকা হালনাগাদসহ যাবতীয় কাজ করবে অনুমোদিত এ কমিটি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন,পূর্ববর্তী বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।