জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ কক্সবাজার উত্তর বন-বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের অধীনস্থ খুটাখালী ও ফুলছড়ি বনবিটের গুদার ফাড়িঁ,নরফাড়িঁ ও ধইল্ল্যার ঝিরি নামক বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে আজ ৪ ডিসেম্বর সকাল ১১টার দিকে চকরিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানবীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকরিয়া জানান,বনাঞ্চল থেকে সিন্ডিকেট বালু খেকোরা অবৈধ পন্থায় বালু উত্তোলন করে চলছে।আমরা অনেকবার অভিযান পরিচালনা করি।তবু বালু খেকোরা আইন অমান্য করে বালু উত্তোলন করে বনাঞ্চলের অফুরন্ত ক্ষতি সাধন করছে। সে কারণে আজ ৪ ডিসেম্বর কক্সবাজার উত্তর বন-বিভাগীয় কর্মকর্তা ডিএফও’র নির্দেশে চকরিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)'র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানকাল অবৈধ ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও বালু খেকো কাউকে না পেয়ে আটক করা সম্ভব হয়নি। এসময় উপস্থিত ছিলেন ফাসিঁয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মোঃমাজহারুল ইসলাম,খুটাখালী ও ফুলছড়ির বিট কর্মকর্তাসহ বনকর্মীরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।