কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর তলিয়াঘোনা ও উত্তর ঘোনাতে রাতের আধারে ধেয়ে আসা বেওয়ারিশ ছয় মহিষের তাণ্ডবে লণ্ডভণ্ড ধানক্ষেত ও লবণ মাঠসহ পলিথিনের ব্যাপক ক্ষতি করেছে বলে অভিযোগ তুলেন ভূক্তভোগী চাষিরা। শনিবার রাতে বেওয়ারিশ মহিষের তাণ্ডবের দৃশ্য দেখে ঘটনাস্হলে মহিষগুলো পেয়ে ১৪ মার্চ সকালে মহিষগুলো আটক করে রাখেন চাষিরা।
মহিষের তাণ্ডব চালানোর ঘটনার সত্যতা নিশ্চিত করে, খুটাখালী ৩নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক ও উক্ত ওয়ার্ডের সম্ভাব্য মেম্বারপ্রার্থী আকতার কামাল জানিয়েছেন,খুটাখালী ইউপির তলিয়াঘোনা প্রায় ১০/১৫ কানির মত ধানক্ষেত ও উত্তরঘোনার শতাধিক কানির লবণ মাঠের পলিথিনসহ চাষ জমির ব্যাপক ক্ষতি করেছে।কারণ মহিষগুলো এলোমেলো দৌড়াদৌড়ি করায় এধরণের ক্ষতির শিকার হয় চাষিরা।সকালে লবণ ও ধানক্ষেতে চাষিরা গিয়ে দেখে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে।ফলে চাষিরা ক্ষীপ্ত হয়ে সবচাষি মিলে কৌশলে ওই মহিষগুলো আটক করে।তাই বেওয়ারিশ ছয় মহিষের বৈধ মালিকেরা নিম্নে দেওয়া ফোন নং- ০১৮৩০-৫৩৮৭২০/০১৮২০-১০৬৭০১ যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।বর্তমানে সংবাদ প্রকাশকারী আকতার কামালের হেফাজতে আছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।