চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মাহমুদুল হক (৩৯) প্রকাশ এমপি নামের এক দিনমজুরকে গলাকেটে হত্যা করেছে র্দূবৃত্তরা।
সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার সময় খুটাখালী ইউপির থমতলা এলাকার নিহতের নিজ বাড়ির সামনের চলাচলের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ।
জানা যায়,নিহত মাহমুদুল হক (৩৯) কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাদরাসা পাড়ার মৃত আবদু ছমদের পুত্র।
তিনি বিগত ৭/৮ বছর ধরে পরিবারসহ জুমনগর ৪নং প্লটের পাহাড়ে বসবাস করে আসছেন।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে তার ছোট মামা নুরুল হুদা টিটু জানান,মাহমুদুল হক (৩৯) গত রবিবার সারাদিন খুটাখালী বাজারে ওই এলাকার মসজিদের বার্ষিক সভা উপলক্ষে টাকা উত্তোলন করেছে।পরে রাত পৌনে ১১টার দিকে ঘরের জন্য তরিতরকারি কিনে বাড়ীতে যায়।বাড়ীতে গিয়ে স্ত্রী ওষুধের জন্য আবারো বাজারে এসে ওষুধ নিয়ে যায়।এরপর রাতের খাবার খেয়ে স্ত্রীকে বলে যে,আমি একটু প্লট থেকে ঘুরে আসি বলে বের হয়ে যায়।গভীর রাত হলেও বাড়ীতে না ফেরায় তার স্ত্রী তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি।এভাবে রাত শেষ হয়।সকালে ফজরের পরে এলাকার লোকজন রাস্তা দিয়ে চলাচলের সময় রাস্তার ধারে তার লাশ দেখতে পেয়ে বাড়ীতে খবর দিলে স্ত্রীসহ পরিবারে সদস্যরা জানতে পারে।খবর পেয়ে সবাই লাশের পাশে গেলে দেখা যায়, নিহতের ব্যবহৃত মোবাইল ও পায়ের সেন্ডেল লাশের পাশে পরিত্যক্ত রয়েছে। কিন্তু এলাকাতে একটি ছোট্ট দোকান চালাত।তবে কেন তাকে হত্যা করা হয়েছে এখনো তা সঠিক বলা যাচ্ছে না বলে জানান।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাকের মোঃ জুবায়ের জানান,এই দিনমজুরকে কী কারণে হত্যা করা হয়েছে।এর কোন কারণ জানা যায়নি।তবে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।