কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বার বছরের এক কিশোরীকে বিয়ের দাওয়াত দিয়ে ঘরে নিয়ে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানোর পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭জুন) ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। গত ২ জুন বিকাল ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ গর্জনতলী এলাকার রোকসানা আক্তারের বসতঘরে ধর্ষণের এ ঘটনা ঘটেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে খুটাখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ গর্জনতলী এলাকার ফখরুল ইসলামের মেয়ে রোকশানা আক্তার তার বাড়িতে বার বছরের এক কিশোরীকে কৌশলে বিয়ের দাওয়াত দিয়ে নিজ ঘরে নিয়ে যায়। পরে তাকে ভাত খাওয়ার সময় জোরপূর্বক পানি খাওয়াতে বাধ্য করলে ওই কিশোরী অনীহা প্রকাশ করে। তারপরও তাকে জোরপূর্বক পানি খাওয়াতে বাধ্য করে এক গ্লাস পানির সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানোর পরে সে অজ্ঞান হয়ে পড়ে। উক্ত ঘরে পুর্ব হতে অবস্থান করা একই এলাকার নূরুল ইসলামের ছেলে মো: ইউনুছ কিশোরীকে ধর্ষণ করে। অনেক চেষ্টার পর জ্ঞান ফেরাতে না পেরে ধর্ষণের পরদিন ৩ জুন আসামীগণ কিশোরকে অজ্ঞান অবস্থায় তার নিজ ঘরে রেখে দিয়ে আসে। পরবর্তীতে ভিকটিমের অবস্থা খারাপ হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা করানোর পর জ্ঞান ফিরে আসলে তার সাথে ঘটে যাওয়া বর্ণিত ঘটনা তার মা'কে অবগত করলে ধর্ষণের বিষয়টি জানা যায়। সোমবার (৭জুন) ভিকটিমের মা বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৩/২৩৫।
চকরিযা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘ধর্ষণের ঘটনার বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।