ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কেএমপির খালিশপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী হাসিব শেখ কে(২০) গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেএমপি'র খালিশপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই ২০২৫ তারিখ দুপুরে ট্যাংকলরী মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে দৌলতপুর থানার এফআইআর নং-১২(৯)১৯, জিআর নং-২৭৭, তারিখ-১৩ সেপ্টেম্বর ২০১৯, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী হাসিব শেখ (২০), পিতা-মোঃ আজিজ শেখ, সাং-কাশিপুর, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করা হয়। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আরো ৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।