crimepatrol24
২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৫৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খালিশপুর থানা পুলিশের অভিযানে অ-স্ত্র, গু-লি ও ক-ক-টে-ল-সহ গ্রেফতার-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৭, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ২ টি পি-স্ত-ল, ১০ রাউন্ড গু-লি এবং ১ টি ক-ক-টে-ল-সহ ১ (এক) জনকে  গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার,মোঃ নজরুল ইসলাম, পিপিএম,বিপি-৬৩৮৬১২০৩৫১,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সদর),অতিঃ দায়িত্বে মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ১৬/০১/২০২২ খ্রিঃ তারিখ ১৮.০৫ ঘটিকার সময় বয়রা মোড়ের পাবলিক কলেজ মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট বেতারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করেন এবং স-ন্ত্রা-সী-দে-র গ্রেফতারের জন্য সঙ্গীয় ফোর্সদের সহায়তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করলে বয়রা মোড়ের দিক থেকে আসা ০২ টি মোটরসাইকেলে ০৬ জন ব্যক্তিকে দেখতে পেয়ে সিগনাল দিলে তারা সিগনাল অমান্য করে পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল দুইটির সং-ঘ-র্ষে ০১ টি মোটরসাইকেল পিছনে থাকা একজন ব্যক্তি পাকা রাস্তার উপর পড়ে গিয়ে গু-রু-ত-র  আ-হ-ত হয় এবং গুরুতর আহত ব্যক্তিকে ধৃতকালে অপর অজ্ঞাতনামা ৫ জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। তখন আহত ধৃত আসামী সাইদুল ওরফে সাইদুর(৩৭), পিতা-মৃত: সুলতান, সাং-রাজপুর কাজীর হাট, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি-গোবরচাকা নাহিদের মোড়, ইউনুস সরদারের বাড়ী, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ধৃত আসামী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য, বয়রা মোড়ের পাবলিক কলেজের বিপরীতে পুর্ব শত্রুতার জের ধরে শাওন(৩২) কে দুইটি মোটরসাইকেলে আসামী ০১) গ্রেনেড বাবু(৩২), পিতা- মন্টু, সাং-সাবেক সেবা ক্লিনিকের সামনে আহসান আহম্মেদ রোড , থানা- খুলনা সদর, জেলা-খুলনা; ০২) সাইদুল ওরফে সাইদুর(৩৭), পিতা-মৃত: সুলতান, সাং-রাজপুর কাজীর হাট, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি-গোবরচাকা নাহিদের মোড়, ইউনুস সরদারের বাড়ী, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা; ০৩) পলাশ ওরফে চিংড়ি পলাশ(২৮), পিতা-মৃত সুলতান, সাং-গোবরচাকা নাহিদের মোড়, ইউনুস সরদারের বাড়ী, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা; ০৪) ইমন(৩০), পিতা-মধু, সাং-গোবরচাকা খালাসী বাড়ীর পাশে, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা; ০৫) রাসেল(২৭), পিতা-অজ্ঞাত, সাং-পয়গ্রাম, থানা-ফুলতলা, জেলা-খুলনা; ০৬) তুহিন(২৬), পিতা-সাত্তার, সাং-শেখপাড়া, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনাসহ পূর্বে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা আরো ০৩ জন সন্ত্রাসী হ-ত্যা-র উদ্দেশে প্রথমে গু-লি করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

ধৃত আসামী সাইদুল ওরফে সাইদুর(৩৭), পিতা-মৃত: সুলতান, সাং-রাজপুর কাজীর হাট, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সং-গোবরচাকা নাহিদের মোড়, ইউনুস সরদারের বাড়ী, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনার ডান হাতে ধরা অবস্থায় ০১) ০১ (এক) টি .৩২’’ বোরের রিভলবার, যাহার গায়ে ইংরেজিতে WEBLEY & SCOTT LTD MADE IN ENGLAND MARK-IV, .32’’ LONG .916 3 TONS এবং গ্রিপে ইংরেজিতে Webley লেখা আছে; ০২) বাম কোমড়ে গোঁজা অবস্থায় ০১ (এক) টি কাঠের বাটযুক্ত ৭.৩৫ পি-স্ত-ল এবং ০১ (এক) টি ম্যা-গ-জি-ন; ০৩) ০৪ (চার) রাউন্ড পিস্তলের গু-লি, যাহার পিছনে 7.65 BT14 B&S লেখা আছে এবং যাহার ০১ (এক) রাউন্ড গুলির পিছনে ফায়ারিং পিনের আঘাতের চিহ্ন আছে; ০৪) ০৬ (ছয়) রাউন্ড রিভলবারের গুলি যাহার পিছনে .32 S &WL PMC লেখা আছে এবং যাহার ০১ (এক) রাউন্ড গুলির পিছনে ফায়ারিং পিনের আঘাতের চিহ্ন আছে; ০৫) পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে ০১ (এক) টি লেডবল কার্তুজ, যাহার পিছনে, 12*12* লেখা এবং মহাসড়কের উপর থেকে সিমেন্টের বস্তার তৈরী বাজার করা ব্যাগে মধ্যে পাটের সুতা দ্বারা পেঁচানো ০১ (এক) টি তাজা ক-ক-টে-ল র‌্যাব-০৬, খুলনার বোম ডিস্পোজাল টিমের সহাযতায় উদ্ধার পূর্বক সকল আলামত জব্দ করা হয়।

কেএমপি’র খালিশপুর থানার এসআই/পীযূষ দাস বাদী হয়ে আসামী ০১) গ্রেনেড বাবু (৩২), ০২) সাইদুল রওফে সাইদুর(৩৭), ০৩) পলাশ ওরফে চিংড়ি পলাশ(২৮), ০৪) ইমন(৩০) এবং ০৫) রাসেল(২৭) সহ অজ্ঞাতনামা ০৩ জনের বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-১২, তাং- ১৭/০১/২০২২ খ্রিঃ, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A), তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করেন। উক্ত মামলার পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য জোর পুলিশি তৎপরতা অব্যাহত আছে। অত্র মামলাটি বর্তমানে এসআই(নি:)/শেখ শওকত আলীর নিকট তদন্তাধীন আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১২

নারায়নগঞ্জের অন্তঃসত্ত্বা ইউএনও ওএসডি’র ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ ও তদন্ত দাবি

নেত্রকোনায় হাসপাতাল প্রাঙ্গণে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

ঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে পালিত হলো ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রের ‘মৃত্যু’

ধোপাডাঙ্গায় কারীমিয়া কওমী পূর্ব বজরা হলদিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিনাইদহ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ