ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী কবির শেখ প্রকাশ হুমায়ুন কবীরকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার,মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি, পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ০৬/০৬/২০২১ খ্রিঃ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোহর জেলার শার্শা থানা এলাকা হতে খানজাহান আলী থানার মামলা নং-১২ তারিখ-১৮/০৭/২০২০ খ্রিঃ, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/ ৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড এর ০৫ নং আসামী কবির শেখ @ হুমায়ুন কবীর (৫০), পিতা-মৃত: হাসান আলী শেখ, সাং-মশিয়ালী, থানা-খানজাহান আলী, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী বহুল আলোচিত খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের ট্রিপল মার্ডার মামলার এজাহার নামীয় ০৫ নম্বর আসামী। গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামী দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল। এজাহারনামীয় ০৫ নং আসামী কবির শেখ @হুমায়ুন কবীর(৫০) কে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ০৩(তিন) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, হত্যায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টাসহ মামলাটি তদন্তাধীন রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।