ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
খাগড়াছড়ি সদরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধ*র্ষণ মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম আমিনকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক আসামির অনুপস্থিতে এ রায় প্রদান করেন। এছাড়া আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ জুন বাড়ির পাশে বেঁধে রাখা ছাগল আনতে যান ভুক্তভোগী স্কুলছাত্রী। সেখান থেকে স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধ*র্ষণ করেন আমিন। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আমিনকে প্রধান ও অন্য দুই সহযোগীকে আসামি করে খাগড়াছড়ি থানায় মামলা করেন। মামলাটি ঘটনার পরদিন রুজু করা হয়। তদন্ত শেষে একই বছরের ১৯ আগস্ট চার্জশিট দাখিল করেন খাগড়াছড়ি থানা পুলিশ।
পরে আমিনের দোষ স্বীকারসহ ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, 'মামলা দায়েরের সময় মাইনর হিসেবে আসামির বিরুদ্ধে মামলা রুজু হলেও সাজার ক্ষেত্রে তা বিবেচনা করা হয়নি।'
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা রায়ে সন্তোষ প্রকাশ করেন। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার কথা জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।