ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সদ্য নির্বাচিত এক পৌর কাউন্সিলরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ। তিনি হচ্ছেন পৌর সভার দুধসরা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও ১নং ওয়ার্ডে সদ্য নির্বাচিত কাউন্সিলর আবু হানিফ। তিনি গত গত ৩০জানুয়ারি তৃতীয় ধাপের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তার বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ থাকায় গত ২২ ফেব্রুয়ারি ঝিনাইদহের একটি আদালত ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১মাসে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার এসআই আবদুল মান্নান বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা পেয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহায়মেনুল ইসলাম ও কর্মকর্তা ইনচার্জ মাহাবুব আলম স্যারের নির্দেশনায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুধসরা এলাকা থেকে আমরা কাউন্সিলর হানিফকে গ্রেফতার করি। তাকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮সালে মাদক মামলা রুজু হলে সেই মামলায় তার জেল ও জরিমানা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, আমাদের দায়িত্ব নির্বাচন পর্যন্ত। এখন দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যেহেতু কাউন্সিলর সাজাপ্রাপ্ত হয়েছেন এখন ওই মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।