ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামে সাপের কামড়ে রিপন হোসেন (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের সাবদার হোসেন মন্ডলের ছেলে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
কোটচাঁদপুর থানার ওসি মোঃ মাহবুবুল আলম জানান, মৃত রিপন হোসের বৃহস্পতিবার রাত ৮টার দিকে কপি ক্ষেত দেখতে যান। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। বাড়ি ফিরে ঝাঁড়ফুক করা হয়। অবস্থার অবনতি হলে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।