ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের কোটচাঁদপুরে অবৈধ ইঞ্জিন চালিত গাড়ী আলমসাধুর ধাক্কায় নয়ন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সলেমানপুর জাবড়েখাত নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা নয়নকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোটচাঁদপুর এলাকা থেকে মাছ বোঝাই একটি আলমসাধু সলেমানপুর জাবড়েখাত নামক স্থানে পৌঁছায়। এসময় নতুন মোটরসাইকেল চালাতে গিয়ে আলমসাধুর সাথে নয়ন ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নয়ন পৌর শহরের সলেমানপুর কাহারপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।