ক্রাইম পেট্রোল ডেস্ক:
যশোরের কেশবপুরে স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে ১২ দিনের যমজ দুই শিশু সন্তানকে ডোবার পানিতে ফেলে হ'ত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) কেশবপুরের সাহাপাড়ার নতুন মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আজ বুধবার (২২ নভেম্বর) সকালে শিশু দুটির মরদেহ উদ্ধারের পর সুলতানা ইয়াসমিন নামে ওই নারীকে গ্রে'ফতার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ এপ্রিল সুলতানা ইয়াসমিনের সঙ্গে আবু বক্করের বিয়ে হয়। এরপর সুলতানা বুঝতে পারেন তার স্বামীর অন্য নারীর সঙ্গেও সম্পর্ক রয়েছে। গত ১০ নভেম্বর রাতে শহরের একটি ক্লিনিকে যমজ সন্তানের জন্ম দেন সুলতানা। স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে গতকাল গভীর রাতে একে একে দুই সন্তানকে ডোবায় ফেলে হ'ত্যা করেন। পরে ঘরে ফিরে বাচ্চাদের পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যদের মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবা থেকে শিশু দুটির ম'রদেহ উদ্ধার করে। এ ঘটনায় আজ ওই পরিবারের সদস্যদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হ'ত্যাকাণ্ডের কথা স্বীকার করেন সুলতানা।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, 'স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে নিজ সন্তানদের ডোবায় নিক্ষেপ করে হ'ত্যার বিষয়টি স্বীকার করেছেন সুলতানা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।