
অনলাইন ডেস্ক : যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আলিম মোড়লের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩৫) ও তাদের ছেলে আল আমিন (২০)। আল আমিন এবার মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলো।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকালে ওই গ্রামের পশ্চিম বিলে সেচ কাজে ব্যবহৃত মটর মেরামত ও সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় আল আমিন। ছেলে বাড়ি আসতে দেরি করায় মা জ্যোৎস্না বেগম তাকে ডাকতে গিয়ে দেখতে পান আল আমিন মটরের পাশে পড়ে রয়েছে। ছেলের গায়ে হাত দিয়ে ডেকে তুলতে চেষ্টা করলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কেশবপুর জোনাল অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) মকছেদুল মোমিন জানান, এ বিষয়ে তাদেরকে কেউ খবর দেয়নি।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।