দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আনিছুর রহমান আর নেই।
বুধবার (১৪ডিসেম্বর) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, তিন কন্যা,নাতি নাতনী আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেন্দুয়ার সাংবাদিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ) বেলা আড়াই টায় মরহুমের গ্রামের বাড়ি মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজের জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
উল্লেখ, সাংবাদিক আনিছুর রহমান ১৯৮৩ সালে দৈনিক দর্পণ পত্রিকার মাধ্যম সাংবাদিকতা শুরু করেন। পরে আজকের বাংলাদেশ ও বাংলার বানী পত্রিকায় ২০১৩ সাল পর্যন্ত কর্মরত সাংবাদিক হিসাবে জড়িত ছিলেন। এরপর থেকে বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।