ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমিপ'র মাদক বিরোধী অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার, বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ ইব্রাহীম খাঁন @ইকবাল(২৫), পিতা- মোঃ কবির খাঁন, সাং-সূর্য্যমনি (সুইচগেট এর পাশে), থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, এ/পি সাং-পশ্চিম বানিয়াখামার ক্রস রোড, আন্দির পুকুরের পাশে শান্তদের বাড়ীর ভাড়াটিয়া, থানা- সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ আকরাম হোসেন(২৮), পিতা-মোঃ ছাবীর আলী, সাং-এন,আর-৭৪, রোড নং-১৪, দূর্বার সংঘ ক্লাবের পাশে শওকত পুলিশের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর; ৩) মোঃ ইব্রাহিম শেখ(৪৭), পিতা-মৃত: আব্দুল মজিদ শেখ, সাং-গাবতলা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি-সাং-১৫, ইসলামপুর বাইলেন বিলাসী গলি, থানা-খুলনা সদর; ৪) মোঃ জাফর হাওলাদার (৩৭), পিতা-মৃত আমজাদ হাওলাদার, মাতা-মৃত সালেহা বেগম, সাং-গাবতলা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি-সাং-১৫, ইসলামপুর বাইলেন বিলাসী গলি, সাত রাস্তার মোড়, মোঃ ওমর ফারুক চৌধুরীর বিলাসী ব্যাচেলর হাউজ, থানা-খুলনা সদর এবং ৫) মোঃ মিরাজুল ইসলাম ফকির@ মিরাজ(২৮), পিতা-মোঃ মোতালেব ফকির, সাং-ভাইজোড়া, ০৬ নং ওয়ার্ড, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-নবপল্লী বকুল বাগান লেন জামাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।