ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি ডিবি’র অভিযানে ২৮৮ ক্যান বেলজিয়ান বিয়ার এবং ১০ বোতল বিদেশী মদসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, রাশিদা বেগম,বিপি নং-৭৫০৩০২৭৮১২,বিশেষ পুলিশ সুপার,সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ০২/০৬/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ১১:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন বাবুখান রোডস্থ জনৈক আলমগীর সাহেবের ৪র্থ তলা বাড়ীর ৩য় তলার দক্ষিণ ফ্লাট হতে মাদক ব্যবসায়ী ০১) মোঃ শহিদুল ফকির (৩৩), পিতা-আয়নাল হক ফকির, সাং-পুটিয়াখালী, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-২১/৫, বাবু খান রোড, আইডিয়াল পল্লী, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীকে ২৮৮ ক্যান বেলজিয়ান বিয়ার ও ১০ (দশ) বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খুলনা থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫/বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।