ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি ডিবি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪ হাজার দশ টাকাসহ ০৪ (চার) জনকে আসামী গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার,মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম,বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি, পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার ১৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন ডিসি রোড সংলগ্ন এহি বন্দের মার্কেটের মধ্যে সেমিপাকা রুমের ভিতর হতে ০১) নারায়ন চন্দ্র দাস(৫৫), পিতা-মৃত: কৃষ্ণ গোপাল দাস, সাং-বনানীপাড়া, থানা-দৌলতপুর, ০২) মোঃ সেলিম মোল্লা(৬০), পিতা-মৃত: একলাছ উদ্দিন মোল্লা, সাং-পেড়লী, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-শিরোমনি ক্যান্টনমেন্ট এর পাশে, থানা-খানজাহান আলী, ০৩) মোঃ সালাউদ্দিন মোল্লা(৪০), পিতা-মৃত: মধু মোল্লা, সাং-দত্তবাড়ী, থানা-দৌলতপুর এবং ০৪) মোঃ আরিফ ব্যাপারী(২৮), পিতা-মোঃ হোসেন ব্যাপারী, সাং-বনানীপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে জুয়া খেলার সরঞ্জাম তাস ০৩ (তিন) সেট, নগদ ৪০১০ (চার হাজার দশ) টাকা, ০৩ (তিন)টি টিনের কৌটা এবং ০১ (এক) টি লাল টেবিল ক্লথসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত স্থানে দীর্ঘদিন যাবত জুয়া খেলার আসর বসিয়ে থাকে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।