ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি ডিবি’র অভিযানে ০২ (দুই) টি দেশীয় তেরী ওয়ান স্যুটার গান, ০২ (দুই) রাউন্ড তাজা কার্তুজ এবং ০৩ (তিন) রাউন্ড ফায়ার্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ২ আগস্ট,২০২০ খ্রি. কানাই লাল সরকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার( সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গতকাল ০২/০৮/২০২০ খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকার সময় অভিযান চালিয়ে খানজাহান আলী থানার মামলা নং-১২ তারিখ-১৮/০৭/২০২০ খ্রিঃ, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/ ৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড এর আসামী মোঃ জাফরিন শেখ (৩২), পিতা-মৃত হাসান আলী শেখ, সাং-মশিয়ালী, থানা-খানজাহান আলী, জেলা-খুলনার স্বীকারোক্তি মোতাবেক খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামস্থ মোঃ জাফরিন শেখ এর বাড়ীতে ঢোকার প্রাচীরের পূর্ব পাশের শেখ বাড়ীর কবরস্থানে ০৩ (তিন) রাউন্ড ফায়ার্ড কার্তুজ এবং উক্ত মশিয়ালী গ্রামস্থ সরদার বাড়ীর পিছনে পশ্চিম দিকে রেইনট্রি গাছ সংলগ্ন ডোবায় ০১ (এক) টি প্লাষ্টিকের বাজার করার ব্যাগের মধ্যে থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ০২ (দুই) টি দেশীয় তেরী ওয়ান স্যুটার গান, ০২ (দুই) রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উক্ত মোঃ জাফরিন শেখ (৩২) বহুল আলোচিত মশিয়ারী গ্রামের হত্যা মামলার অন্যতম আসামী। উক্ত অস্ত্র উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।