ক্রাইম পেট্রোল ডেস্ক:
খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার দ'স্যুতা ও গ'ণধর্ষণে সরাসরি জড়িত ৩ জন আসামীকে লু'ণ্ঠিত স্বর্ণালংকারসহ গ্রেফতারসহ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১২ ডিসেম্বর ২০২৩ খ্রি. রাত অনুমান ২ ঘটিকা হতে ৪ ঘটিকার মধ্যে যে কোনো সময় হরিণটানা থানাধীন ঘোলা গ্রামস্থ প্রণব কুমার মল্লিকের একতলা বিশিষ্ট বাড়িতে ০৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দ'স্যুতা ও গ'ণধর্ষণসহ স্বর্ণালংকার লু'ন্ঠন করে। তৎপ্রেক্ষিতে কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় হরিণটানা থানা পুলিশ দ'স্যুতা ও গ'ণধর্ষণে সরাসরি জড়িত ১. গোবিন্দ ফৌজদার(৩০), পিতা-সুনিতী ফৌজদার, সাং-কুলটি, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ২. মিঠুন বিশ্বাস(৩৫), পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, সাং-গদারামপুর, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-বানরগাতি সিটি গর্লস কলেজের পাশে, থানা-সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনা এবং ৩. ধীমান ফৌজদার(৩৫), পিতা-প্রশান্ত ফৌজদার, সাং-কুলটি ফৌজদার পাড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাদের’কে লু'ণ্ঠিত স্বর্ণালংকারসহ গ্রেফতার করতে সক্ষম হয়। অত:পর মামলার বাদী উদ্ধারকৃত মালামাল শনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী গোবিন্দ ফৌজদার, মিঠুন বিশ্বাস ও ধীমান ফৌজদার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।